বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন

২৬ মার্চ, ২০২১ ২০:১৩  
মাহাত্মা গান্ধী (বাপু) এবং বঙ্গবন্ধু। ভারত ও বাংলাদেশ। দুই রাষ্ট্রের স্থপতি। কালজয়ী এই দুই অহিংস পুরুষের পরিণতিও ছিলো এক। দুজনেই  ভালোবেসে খুন হয়েছেন আততায়ীর হাতে। ১৯৪৭ সালে দুজনেই ছিলেন একসঙ্গে। এই দুই অবিসংবাদিতকে নিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু-বাপু  ডিজিটাল জাদুঘর। এই জাদুঘরে রয়েছে কিংবদন্তী দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা। প্রদর্শনীটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিন চলার পর এক মাসের জন্য জাতীয় শিল্পকলা একাডেমিতে স্থানান্তরিত হবে। পরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহরের প্রতিটিতে তিন সপ্তাহের জন্য চলবে। সব শেষে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এক মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে ডিজিটাল প্রদর্শনীটি। শুক্রবার (২৬ মার্চ) রাতে বাংলাদেশে এই জাদুঘরের প্রদর্শনী উদ্বোধন করলেন দুই দেশের সরকার প্রধান। রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন সেন্টারে যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রীকে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর কিউরেটর ভারতীয় নাগরিক বিরাড ইয়াগনিগ। গত জানুয়ারি মাসে ভারতের বিজ্ঞান ভবনে চালু হয় এই ডিজিটাল জাদুঘর। এবার  উদ্বোধন করা হলো বাংলাদেশে। এসময়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।